নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জে চলাচলের সরকারী চলাচলের রাস্তা ভাঙ্গনকে কেন্দ্র করে কথা কাটাকাটি নিয়ে ব্যাপক সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানাধীন ০২নং চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বাড়ীর সামনে রাস্তার উপর।
এলাকাবাসী জানান, সরকারী একটি চলাচলের রাস্তা খাল পাড়ে ভেঙ্গে যাওয়াকে কেন্দ্র করে আবুল হাসেম গ্রুপ ও মোঃ আজাদ গ্রুপের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। এ সময় আজাদের নেতৃত্বের ১৫-২০ জনের একদল সন্ত্রাসী হামলা চালালে আবুল হাসেম, হেদায়েত উল্যাহ, নুরুল হুদা, বিবি খাদিজা, হালিমা আক্তার, আবদুল মালেক, রিয়াদসহ উভয় গ্রুপের ১৫জন মারাত্মক আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় আবুল হাসেম, হেদায়েত উল্যাহ, নুরুল হুদা, বিবি খাদিজা, হালিমা আক্তার, আবদুল মালেক, রিয়াদকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আবুল হাসেমকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে আহত আবুল হাসেম বাদী হয়ে শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
আহত আবুল হাসেম ও হেদায়েত উল্যাহ জানান, খালের পাশে একটি সরকারী রাস্তা ভেঙ্গে গেলে একই এলাকার মোঃ আজাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার গ্রুপে থাকা লোকজন হঠাৎ আমাদের ওপর কিরিচ, দা, লোহার রড নিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়। এতে আমাদের ৬জন গুরতর আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে বিরাজ করছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাত ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করে।