নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসন্মত শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অনেকে।অনুষ্ঠাটি পরিচালনা করেন বাংলাহিলি ১ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিদুল ইসলাম,এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বক্তারা মীনা দিবসের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।