দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মীনা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনকল্পে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীসহ সুধিজনদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় মীনা দিবসের ওপর আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী দুলাল, সাধারণ স¤পাদক আবদুল আলিম প্রমুখ।
শেষে শিশুশিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। এতে শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।