
১৯৮০ সালে মার্শাল টিটোর মৃত্যুর পর দেশটিতে পুরনো বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সার্ব জাতীয়তাবাদীরা স্বায়ত্তশাসিত প্রদেশগুলোকে পুনরায় কেন্দ্রের অধীনে আনার জন্য তৎপর হয়ে ওঠে। এতে সার্বদের আধিপত্য বিস্তারের আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে প্রজাতন্ত্রগুলো। তারা স্বাধীনতার দাবি তোলে। ফলে বসনিয়া ও হার্জেগোভিনায় মুসলমান সম্প্রদায়, সার্ব ও ক্রোয়াটদের মধ্যে বেধে যায় ভয়াবহতম গৃহযুদ্ধ। ১৯৯১ সালে সাবাহিনী ক্রোয়েশিয়ার এক তৃতীয়াংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। স্বাধীনতার দাবি তোলে মেসিডোনিয়া এবং সার্বভৌমত্ব ঘোষণা করে বসনিয়া ও হার্জেগোভিনা। ১৯৯২ সালে বসনীয় সার্ব এবং মুসলমান প্রভাবিত বসনীয়বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়ে যায়। ১৯৯৩ সালের দিকে জাতিসংঘ বসনিয়া ও হার্জেগোভিনায় নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করে। অস্ত্রবিরতি সত্ত্বেও ১৯৯৫ সাল পর্যন্ত সংঘাত-সংঘর্ষ অব্যাহত থাকে। ১৯৯৬ সালের প্রথম দিকে জাতিসংঘ সাবেক যুগোস্লাভিয়ার জন্য একটি শান্তি পরিকল্পনা প্রণয়ন করে এবং তা কার্যকর করার দায়িত্ব দেয়া হয় ন্যাটোকে।