নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আয়োজনে আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চৌমুহনী পৌর অডিটরিয়ামে চৌমুহনী পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ খালেদ সাইফুল্লার সভাপতিত্বে ও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীপক জ্যোতি খিশা, বেগমগঞ্জ সার্কেল জনাব নাজমুল হাসান রাজিব, আওয়ামী লীগ নেতা বিনয় কিশোর রায়, তপন মজুমদার, প্যানেল মেয়র তাকিব উদ্দিন চৌধুরী রাকিব, কাউন্সিলর মোঃ এনায়েত ঊল্যা চৌধুরী রানা, আবদুল্যাহ আদর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার সহ সুধী সমাজের ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।