
১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধের ফলে বিশ্বব্যাপী শুরু হয় জ্বালানী তেলের সংকট। যুদ্ধে ইসরাইলকে সাহায্য ও সমর্থন দেয়ার কারণে তেল উৎপাদনকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয়। এ ছাড়া তারা অন্যান্য দেশেও তেল সরবরাহ
২৫ ভাগ কমিয়ে দেয়।
সরবরাহ কমিয়ে দেওয়ার পাশাপাশি আরবদেশগুলো তাদের মজুদ সংরক্ষণের অজুহাতে তেলের উত্তোলনও হ্রাস করে এবং দ্রুত মূল্যবৃদ্ধি করতে থাকে। পরবর্তী বছরগুলোতে তেলের দামবৃদ্ধি অব্যাহত থাকে। এর ফলে শিল্পোন্নত দেশগুলো বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
ব্রিটেন ও নরওয়েসহ অন্যান্য ইউরোপীয় দেশ উত্তর সাগরের উপকূলীয় এলাকায় তাদের তেল ক্ষেত্রগুলো উন্নয়নে মনোযোগ দেয়। ১৯৮০ সালের মধ্যে ব্রিটেন জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। কিন্তু জ্বালানি সংকটের এ ধাক্কা খুলে দেয় নতুন এক সম্ভাবনার দুয়ার। বিশ্বের প্রতিটি দেশের বিজ্ঞানীরা জ্বালানী তেলের বিকল্প উদ্ভাবনে মনোনিবেশ করেন। হয়তো একদিন জ্বালানী তেলের বিকল্প উদ্ভাবনে বিজ্ঞানীরা ঠিকই সফল হবেন। জ্বালানি সংকট পরিস্থিতিতে সেটি হয়ে উঠবে এক আশীর্বাদ।