
১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান চলাকালে সংঘটিত হয় এক জঘন্য কেলেঙ্কারি। যার জন্য শেষ পর্যন্ত সে দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হন। নির্বাচনী প্রচারের সময় ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের পাঁচ ব্যক্তি ওয়াশিংটন ডিসির ওয়াটার গেট ভবনস্থ বিরোধী ডেমোক্র্যাট দলের সদর দফতরে আড়িপাতার যন্ত্র বসায়। পরবর্তীকালে এ কেলেঙ্কারির কথা ফাঁস হয়ে গেলে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওই ঘটনার সঙ্গে হোয়াইট হাউসের কোন প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। কিন্তু প্রশাসনের সর্বোচ্চ পর্যায় এবং নিক্সনের পাঁচজন সহকারী এ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল বলে তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চরম বেকায়দায় পড়ে যান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। শেষ পর্যন্ত নিশ্চিত ইমপিচমেন্টের মুখে ১৯৭৪ সালের অগাস্ট মাসে পদত্যাগ করেন রিচার্ড নিক্সন।