নাটোরের সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক শিক্ষক শাহীন আলীকে নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের একডালা বাজারে এই মানববন্ধনের আয়োজন করে ওই শিক্ষকের পক্ষের লোকজন। এতে প্রায় দুই শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দাবি, কুমিড়া গ্রামের সুনাম ধন্য একটি পরিবারে শিক্ষক শাহীন আলীর জন্ম। আর কুমিড়া গ্রামকে সুসংহিত করাটাই তার অপরাধ। সে গ্রামের একটি পক্ষের চক্রান্তের শিকার বলে দাবি করেন এলাকাবাসী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রকিবুল হাসান রনি, কুমিড়া গ্রাম্য মাতবর হাসান উল্লাহ, মোজাহার আলী প্রমূখ।
উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার কুমিড়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক হয় পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুমিড়া গ্রাম সভাপতি শাহীন আলী। এবং ২০ সেপ্টেম্বর আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।