
১৯৬০-এর দশকে কিউবা দুটি আন্তর্জাতিক সঙ্কটে জড়িয়ে পড়ে। প্রায় ১ লাখ কিউবান ফিদেল কাস্ত্রোর কমিউনিস্ট শাসন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়। এসব নির্বাসিতের একটি দল যুক্তরাষ্ট্রের মদদে কিউবার দক্ষিণ উপকূলে গোপনে অবতরণ করে। কাস্ত্রোর কমিউনিস্ট সরকারকে উৎখাত করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু তাদের আক্রমণ সহজেই নস্যাত করে দেয় কিউবার বাহিনী। এর ঠিক পরের বছরই সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ শুরু করে কিউবায়, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার বিরুদ্ধে নৌ-অবরোধের নির্দেশ দেন এবং ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের জন্য সোভিয়েত ইউনিয়নের প্রতি দাবি জানান। যুদ্ধের হুমকির মুখে সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ভেঙে ফেলতে সম্মত হন। এভাবে স্নায়ুযুদ্ধের সময়কার সবচেয়ে উত্তেজনাকর অধ্যায়ের অবসান ঘটে।