
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর জোট হিসাবে ১৯৪২ সালে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। মিত্রজোটের চার বৃহৎশক্তি ব্রিটেন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের নেতৃবৃন্দ যতদ্রুত সম্ভব নতুন একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।
১৯৪৫ সালের ২৫ এপ্রিল চার বৃহৎশক্তি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে এক সম্মেলন আহবান করে। এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। ১৯৪৫ সালের ২৬ জুন বিশ্বের ৫১টি দেশ জাতিসংঘ সনদ স্বাক্ষর করে এবং ২৪ অক্টোবর নতুন সংস্থাটি কার্যক্রম শুরু করে।