
১৯১২ সালের ১৪-১৫ এপ্রিল ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনা বিশ্বে সবচেয়ে বড় জাহাজডুবির ঘটনা। ৪৬ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন এই বিশাল জাহাজ তার প্রথম যাত্রায় সাউদাম্পটন থেকে নিউইয়র্ক যাচ্ছিল। তখন সেটা ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ এবং মনে করা হত এ জাহাজ ডুবতে পারে না।
কিন্তু মধ্যরাতের একটু আগে একটি হিমশৈলের সঙ্গে জাহাজটির প্রচ- ধাক্কা লাগে এবং তিনশ ফুট আয়তনের (৯০ মিটার) এক বিশাল গর্তের সৃষ্টি হয়। এতে জাহাজের পানিরোধক অনেক কামরা পানিতে ভরে যায় এবং মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিটেই জাহাজটি ডুবে যায়। জাহাজটির ২,২২৪ জন যাত্রী এবং ক্রুর মধ্যে ১,৫১৩ জন বরফ শীতল পানিতে ডুবে প্রাণ হারায়।
টাইটানিক জাহাজে সবার জন্য পর্যাপ্তসংখ্যক লাইফ বোট ছিল না। এই মর্মান্তিক দুর্ঘটনার পর জাহাজগুলোর জন্য নয়া আন্তর্জাতিক নিরাপত্তা আইন প্রণীত হয়।