
কোরিয়া ও মাঞ্চুরিয়া নিরঙ্কুশ বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে ১৯০৪ সালের ৬ ফেব্রুয়ারি জাপান ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। রাশিয়া যদিও জাপানের তুলনায় অনেক বড় দেশ, কিন্তু ঐ এলাকায় তার জাপানের মতো অত বেশি সৈন্য ছিল না। দীর্ঘ অবরোধের পরে জাপান রাশিয়ার কাছ থেকে চীনের বন্দরনগরী আর্থার দখল করে নেয় এবং মুখডেনের যুদ্ধের পর জাপান রাশিয়াকে মাঞ্চুরিয়ার অভ্যন্তরে তাড়িয়ে নিয়ে যায়।
এর মধ্যে রাশিয়ার নৌবহর বাল্টিক সাগর থেকে আফ্রিকা ঘুরে ভারত মহাসাগর পাড়ি দিয়ে এ এলাকার উদ্দেশ্যে যাত্রা করে। জাপান এবং কোরিয়ার মাঝখানে অবস্থিত সুশিমা প্রণালীতে জাপান নৌবহর রাশিয়ার ঐ নৌবহরকে মোকাবিলা করে ও প্রায় ধ্বংস করে দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথে একটি শান্তি সম্মেলন আহবান করেন। ১৯০৫ সালে জাপানকে কোরিয়া ও মাঞ্চুরিয়ার ওপর পূর্ণ কর্তৃত্ব দিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে রাশিয়ানদের সাখালিন দ্বীপের অর্ধেকও জাপানকে ছেড়ে দিতে হয়, যা জাপানের ঠিক উত্তরেই অবস্থিত।