নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৮ মামলার আসামি সোনাইমুড়ী উপজেলায় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা জসিম উদ্দিন (৩৫) এবং বিএনপি নেতা ফারুক আহমেদ (৩৯) কে ৪ বোতল পেনসিডিল ও একটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে সেনবাগ থানা পুলিশ উপজেলার ছাতারপাইয়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে ঃ সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের নুরুল আমিনের ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন ও সোনাইমুড়ী উপজেলা বিএনপি নেতা ৪ নং ওয়ার্ড, বারগাঁও গ্রামের (বৈদ্য বাড়ী) মৃত আঃ রবের ছেলে ফারুক আহমেদ
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় সেনবাগ থানায় মাদক ও চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।
এছাড়ও সেনবাগ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ৪ জন, জুয়া আইনের ৪ জন ও জিআর মামলার পলাতক ১ জন সহ মোট ৯ জন আসামি গ্রেফতার।
গ্রেফতারকৃতরা হচ্ছে ঃ সেনবাগ উপজেলার কাদরা ইউপির চাঁদপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোঃ সুমন, কাদরা ইউপির চাঁদপুর গ্রামের খাকন চন্দ্র দাসের ছেলে জয় কুমার দাস, কাদরা গ্রামের মৃত আব্দুল হক ছেলে জাফর, ডমুরুয়া গ্রামের মৃত আলী আশ্বাদের ছেলে শহিদুল ইসলাম, অর্জুনতলা ইউপির উত্তর গোরকাটা গ্রামের মোমিনুল হকের ছেলে মাহবুবুল হক প্রকাশ আজাদ, কাবিলপুর ইউপির মহীদিপুর গ্রামের মৃত-আব্দুস সালামের ছেলে আব্দুল মান্নান প্রকাশ মন্নান চোরা ও কেশারপাড় গ্রামের ইউসুফ ভূইয়ার ছেলে মেহেদী হাসান প্রকাশ জনি।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।