
ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক থেকেই যোগাযোগের ক্ষেত্রে এক বিপ্লব ঘটে যায়। তখনও পর্যন্ত এবড়োখেবড়ো ও ভাঙাচোরা রাস্তায় ঘোড়ার গাড়িই ছিল যোগাযোগের ভরসা। আর দূর-দূরান্তে সাংকেতিক খবর পাঠানোর একমাত্র ভরসা ছিল দৃষ্টিগ্রাহ্য পতাকাণ্ডসংকেত।
১৮৩০-এর দশকে ব্রিটিশ এবং আমেরিকান আবিষ্কারকরা বৈদ্যুতিক টেলিগ্রাফের উল্কর্ষ সাধন করেন। এদের ভেতর স্যামুয়েল মোর্স ছিলেন সবচেয়ে সফল (১৭৯১-১৮৭২)। ১৮৪০ সালে তিনি তার আবিষ্কার এবং কোড প্যাটেন্ট করেন, যা তার নামানুসারেই পরিচিত লাভ করে। পরবর্তী দশ বছরে টেলিগ্রাফ ব্যাপকভাবে প্রসার লাভ করে।
১৮৩০ সালে উত্তর ইংল্যা-ের ম্যাঞ্চেস্টার এবং লিভারপুলের ভেতর প্রথম যাত্রীবাহী বাপীয় রেলগাড়ি চলার পর তা খুব দ্রুত প্রসার লাভ করে। এর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় রেলসড়ক বসানো হয়। ১৫ বছরের মধ্যেই অস্ট্রিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যা-, স্পেন, সুইজারল্যা- এবং রাশিয়ায় রেলগাড়ি চলতে শুরু করে। বাষ্পীয়শক্তি জাহাজ চলাচলেও ব্যাপক অগ্রগতির সূচনা করে। ১৮৩০-এর দশকেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার কাজ শুরু করে বাষ্পীয় শক্তিচালিত জাহাজ।