
আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ১৭৭৫ সালে শুরু হয়ে চলে ১৭৮৩ সাল পর্যন্ত। এ যুদ্ধের পর ১৩টি সাবেক ব্রিটিশ উপনিবেশ মিলে গঠিত হয় আমেরিকার যুক্তরাষ্ট্র। এই সাবেক উপনিবেশগুলো হচ্ছেÑকানেক্টিকাট, ডেলাওয়ার, জর্জিয়া, ম্যাসাচুসেটস, মেরিল্যা-, উত্তর ক্যারোলাইনা, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউইয়র্ক, পেনসিলভানিয়া, রোড দ্বীপ, দক্ষিণ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া।
ইতিমধ্যে তার তাদের নিজস্ব আইন প্রণয়ন করে, তবে অর্থনৈতিক ব্যাপার, বিশেষ করে বাণিজ্যের ওপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বহাল থাকে। উপনিবেশগুলোকে তাদের নিজস্ব কিংবা ব্রিটিশ জাহাজ ব্যবহার এবং মূলত ব্রিটেন ও তার উপনিবেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে হত।
সাত বছর যুদ্ধের পর উত্তর আমেরিকার ফরাসি অবস্থানগুলোতে ব্রিটিশদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পর ব্রিটিশরা সেখানে স্থায়ী সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং এজন্য তারা উপনিবেশগুলোর ওপর কর ধার্য করে। পার্লামেন্টে প্রতিনিধিত্ব না দেয়া পর্যন্ত উপনিবেশগুলো এই কর দিতে আপত্তি জানায়। ব্রিটিশরা সংবাদপত্র, চা, কাগজ, সীসা এবং রঙের ওপর কর আরোপের চেষ্টা করে। এর প্রতিবাদে উপনিবেশগুলো ব্রিটিশ পণ্য কিনতে অস্বীকৃতি জানালে ব্রিটেন একমাত্র চা ছাড়া অন্য পণ্যের ওপর আরোপিত কর প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।
১৭৭৩ সালের ১৬ ডিসেম্বর একদল উপনিবেশবাসী রেড ইন্ডিয়ানদের ছদ্মবেশে বস্টন বন্দরে ব্রিটিশ জাহাজগুলোয় উঠে চায়ের পেটিগুলো জাহাজ থেকে ছুড়ে ফেলে দেয়। এই বস্টন টি পার্টির ওপর প্রতিশোধ নিতে ব্রিটিশ পার্লামেন্টে কতকগুলো বর্বর আইন প্রণয়ন করা হয়, যার মধ্যে বস্টন বন্দর বন্ধ করে দেয়ার বিষয়টিও ছিল।
১৭৭৪ সালের সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত প্রথম মহাদেশীয় কংগ্রেস এই অ্যাক্টের প্রতিবাদ করে এবং উপনিবেশবাসীরা সিদ্ধান্ত নেয়-তারা ব্রিটিশ পণ্য কিনবে কনকর্ডের কাছে উপনিবেশবাসীদের একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করার জন্য বস্টন থেকে পাঠানো হয় ব্রিটিশ সৈন্য। ১৭৭৫ সালের ১৯ এপ্রিল ভোরের একটু পরপরই কনকর্ডের পথে লেক্সিংটনে সশস্ত্র উপনিবেশবাসীরা ব্রিটিশ সৈন্যদের সাঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়। সমগ্র পৃথিবীকে প্রথম গুলির শব্দ শুনিয়ে শুরু হয় যুদ্ধ। ব্রিটিশরা কনকর্ড থেকে বস্টনে পিছু হটে যায় এবং জুন মাসে বস্টনের কাছে বাঙ্কার পাহাড়ের যুদ্ধে জয়ী হলেও তাদের অনেক লোকসান গুনতে হয়।
মহাদেশীয় দ্বিতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৭৭৫ সালের মে মাসে এবং ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করা হয়। যার বড় অংশের খসড়া করেন টমাস জেফারসন। এতে ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা দাবি করা হয়।
১৭৭৭ সালে পেনসিলভানিয়ার ব্র্যান্ডিওয়াইন খাড়ির যুদ্ধে ব্রিটিশরা বড় ধরনের জয় পায়। কিন্তু কয়েক সপ্তাহ পরেই জেনারেল জন বারগুইনের নেতৃত্বে ব্রিটিশদের আরেকটি বাহিনী নিউইয়র্কের সারাটোগায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফ্রান্স আমেরিকার পক্ষে যুদ্ধে যোগ দেয়। এর পরই তাদের পক্ষে যোগ দেয় স্পেন।
১৭৮১ সালের ১৯ অক্টোবর কর্নওয়ালিসের নেতৃত্বে ব্রিটিশরা ভার্জিনিয়ার ইয়র্ক টাউনে আমেরিকার কমান্ডার ইন চিফ জর্জ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করলে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। প্যারিস চুক্তিতে (৩ সেপ্টেম্বর, ১৭৮৩) আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া হয়। ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৭৮৯ সালে।