নোয়াখালীর সেনবাগে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সরকারী পুকুর সহ ২৭ টি প্রাতিষ্ঠানিক পুকুরে জন্য ৩ শত ১২ কেজি মাছের পোনা বিতরনের এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাজমিনা আলম তুলি, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া,অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাখাওয়াত হোসেন রিপন, কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সুফি আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল।