হিন্দু ধর্মলম্বীদের আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নোয়াখালীর সেনবাগে দুর্গাপূজার প্রস্তুতি বিষয়ক এক সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা নির্বাহি অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাজমিনা আলম তুলি, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)ইকবাল হোসেন পাটোয়ারী, কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া,অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা ছাড়াও উপজেলার ১৩ টি পূজা মন্দির এর সভাপতি-সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।