গলাচিপায় জালাল আহমেদ (৫০) নামে এক ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে শহর অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার জালালকে আটক করে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। জালাল আহমেদ দীর্ঘ দিন ধরে শহরের চৌরাস্তায় ফার্মেসী খুলে চিকিৎসা দিয়ে আসছিলেন।
ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, জালালের উপযুক্ত ডিগ্রি ছিল না। তার ওপর তিনি অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মামিন ও মেডিকেল অফিসার ডা. নূর উদ্দিন।