নোয়াখালীর সেনবাগে চলতি এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরক্ষীয় নকল করার অপরাদে তিন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সেনবাগের মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয় (কল্যান্দী) পরীক্ষা কেন্দ্রে ওই বহিস্কারের ঘটনাটি ঘটেছে। বহিস্কৃতরা হচ্ছে শাহাদাত হোসেন, আবদুল্লাহ আল মামুন ও মোঃ ই¯্রাফিল।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ ইসমাইল হোসেন। বহিস্কৃতরা হলে পরীক্ষা চলাকালীর সময়ে মোবাইলফোন ব্যবহার ও নোট বই কেটে নকল করা।