নোয়াখালীর সেনবাগে গত ২৯ আগস্ট বিএনপির কাজী মফিজ গ্রুপের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র সড়ক অবরোধ, পুলিশের হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা হামলার মামলায় সেনবাগ থানা পুলিশ আরো দুই নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে সেনবাগ পৌরসভা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন আল ফারাবী (৩২) ও কাদরা ইউনিয়নের চাঁদপুর ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ইলিয়াছ (৫৫)। সেনবাগ থানা পুলিশ মঙ্গলবার ভোরে সেনবাগ পৌরসভার বাবুপুর ও কাদরা ইউপির চাঁদপুর থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে,সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, মঙ্গলবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।