টাঙ্গাইলের গৌর ঘোষের দধিতে পোকা( লাল কাড়া) ১৮ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিক নওশাদ টাঙ্গাইল গৌর ঘোষ মিষ্টান্ন ভান্ডার পার্ক বাজার রোড দোকান থেকে দধি কিনে বাসায় নিয়ে গিয়ে রাতে পরিবার নিয়ে খাওয়ার সময় চোখে পরে লাল কাড়া।
ভুক্তভোগী সাংবাদিক নওশাদ রানা বলেন অন্য দোকানের থেকে গৌর ঘোষের মিষ্টান্নর দাম অনেক বেশী! ভালো মানের আসায় বেশী দাম দিয়ে বিশ্বাস করে এদের কাছ থেকে এভাবে প্রতারিত হতে হবে যা কল্পনার বাইরে। অপরিচ্ছন্ন থাকলেতো দইয়ে কাড়া পরবে কিভাবে। ভাগ্য ভালো দইটি বিষক্রিয়া হয়ে কোন দুর্ঘটনা ঘটেনি।
প্রশাসন ছোট দোকান গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও বড় বড় দোকানে অভিযান করতে অনীহা দেখা যায় বরাবরই। এদের (গোপাল, গৌর ঘোষ, জয় কালী,ফোনিন্দ্রতে) নিয়মিত মনিটরিং করা উচিত। মানহীন পণ্য দিয়ে টাঙ্গাইল বাসীর সাথে প্রতারনা যেনো না করতে পারে। টাঙ্গাইল এর সুনাম নষ্ট করছে।
গৌর ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক স্বপন ঘোষ বলেন কাড়াতো কেউ পালন করেনা, অনেক সময় শোনা যায় মানুষের নাক কান দিয়েও প্রবেশ করেছে কাড়া ,দধিতে হঠাৎ করে যেতেই পাড়ে কাড়া, অসাভাবিক কিছুনা।আমার কারখানা একদম পরিষ্কার। এধরনের ভুল যেনো না হয় সেজন্য স্টাফদের কঠর ভাবে সর্তক করা হয়েছে।
আশাকরি এধরনের ভুল আর হবেনা।