বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ের পথ নিশ্চিত হওয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুভেচ্ছা সম্মেলন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুককে শুভেচ্ছা জানাতে জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়েছে।শনিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সম্মেলনের আয়োজিত অনুষ্ঠানে আ'লীগ নেতাদের মিলন মেলা ঘটে। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ছানোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর খান মেনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর প্রমুখ।সম্মেলনে জেলা ও সকল উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুককে ফুলেল শুভেচ্ছা জানান।