নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং- ২৬৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়। বেগমগঞ্জের চৌরাস্তা জালাল উদ্দিন ডিগ্রি কলেজে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যান্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল মনসুর আজাদ প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন। মোট ভোটার সংখ্যা ১৮৪২। মোঃ নুরুল আমিন সেলিম (টেলিফোন) ৭৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। মোঃ আবুল হাসেম বুলু (টেবিল) ৫৩২ ভোট পেয়ে কার্যকরী সভাপতি, মোরশেদ আলম (ট্রাক) ৪৯৫ ভোট পেয়ে সহ-সভাপতি, আশ্রাফুল হোসেন (আম) ৪৮০ ভোট পেয়ে সহ-সভাপতি ও মোঃ আবদুর রহিম (বাস) ৭৮৪ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এ ছাড়া ও বিভিন্ন পদে আরো ১২ জন নির্বাচিত হয়। এই কমিটির আগামী ৩বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানায়।