চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন মৃত্যুবরণ করছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৪জন। স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২ জনকে মৃত্যু ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। অপর ৪জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর পাটওয়ারী বাড়ীতে টিনের ঘরের চালের কাজ করতে ছিলো সোহাগ মিয়া, লিটন হোসেন, দেলোয়ার হোসেন, সোহাগ, কাশেম ও আক্কাস।
ঠিক ওই ঘরের উপর দিয়ে প্রবাহিত ছিল বিদ্যুতের লাইন। অসাবধানতায় একটি টিন ও তারের সাথে লাগলে ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সোহাগ (২৫) ও লিটন হোসেন (২৬) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এ সময় দেলোয়ার হোসেন, সোহাগ, কাশেম ও আক্কাস নামের এ ৪ জন মিস্ত্রী গুরুতর আহত হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, ঘটনাটি শুনে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রেরণ করা হয়েছে। নিহতদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।