টাঙ্গাইলের দেলদুয়ারে পিটিএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান শিক্ষক বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান ফিরোজ ও তার ছেলে মো. মারুফ হোসেন খান সহ ১৭ জনকে আশামী করে মামলা দায়ের করেন।
প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় লাউহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ফিরোজ ও তার ছেলে মারুফ সহ ১৭ জনকে আশামী করে থানায় মামলা দায়ের করেছি। দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বর্ণী সুফিয়া ওমর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী বলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার আমরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। উপযুক্ত বিচার না পেলে পরবর্তীতে বিচারের দাবীতে শিক্ষকদের সাথে আলোচনা স্বাপেক্ষে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেক্ষ্য বুধবার সকাল পৌনে ১০ টার দিকে লাউহাটী ইউনিয়নের পাহাড়পুর গ্রামে প্রতিষ্ঠিত পিটিএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে বিদ্যালয়ের নিজ কক্ষ থেকে টেনে হিঁছড়ে বাহিরে নিয়ে মারধর করা হয়।