সারাদেশের ন্যায় চাঁদপুরের ৭৪টি কেন্দ্রে
এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় চাঁদপুর সদরের বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
জেলা প্রশাসক বলেন,
চাঁদপুর জেলার আটটি উপজেলার ৭৪টি কেন্দ্রে মোট ৩৭২৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে কোথাও কোন সমস্যা হচ্ছে না।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১৮ লাখ ৯৩ হাজার ৯২৩ জন। বাকিরা অনিয়মিত পরীক্ষার্থী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছে।