নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৩নং ডমুরুয়া ইউপির ডমুরুয়া গ্রামের সাবেক ইউপি মেম্বারের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে ফের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান ও ৯নং নবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সেলিম সহ বিএনপি ও জামায়াতের ১৮ নেতাকর্মী নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা বাদী হয়েছে ডমুরুয়া ইউনিয়নের ৪.৫.ও ৬ নং ওয়ার্ডে সাবেক মেম্বার মমতাজ বেগম।
মামলার এজাহার সুত্রে জানাগেছে,গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল,গ্যাস,বিদ্যুৎ ,দ্রব্য মূল্য বৃদ্ধি এবং গুম ও খুনের প্রতিবাদে বিএনপির কাজী মফিজুর রহমান গ্রুপের বের করা একটি বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী সাবেক মেম্বার মমতাজ বেগমের বাড়িতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের নির্দেশে ৪০/৫০জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে তার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর,লুটপাট চালায় এবং পরিবারের সদস্যদের হত্যার চেষ্ঠা চালায়।
এঘটনায় মমতাজ বেগম ১৩ সেপ্টেম্বর রাতে সেনবাগ থানায় মামলাটি দায়ের করে। মাললা নং-১০তারিখ ১৩/০৯/২২ইং।
বুধবার রাত সাড়ে ৭ টার সময় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।
এরআগে আওয়ামী লীগ অফিস ভাংচুর,দলীয় নেতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশের বর্তব্যকাজে বাঁধা,পূলিশের ওপর হামলা ও আহত করার ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছিলো।