কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম শওকত আলী সরকার বীরবিক্রম স্মরণে মঙ্গলবার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ মোঃ জাকির হোসেন এমপি প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বক্তব্য রাখেন চিলমারী উপজেলা আওঃয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, মরহুমের পুত্র সাইফুল্লাহ শওকত জীবন, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি মোঃ জয়নাল আবেদীন, থানাহাট ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু, জামিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমূখ।