চট্টগ্রামের হাটহাজারীতে বিপুল পরিমাণ দরজা চৌকাঠসহ কার্ভাড ভ্যান গাড়ি আটক করেছে স্থানীয় বন বিভাগ।
গত সোমবার দিবাগত রাতে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে রেন্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সত্যতা নিশ্চিত করেন, তিনি বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগ বিভাগায়ী কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী বিট কাম চেক স্টেশনের গেইট সংলগ্ন এলাকা হইতে অবৈধভাবে পরিবহন কালে সন্দেহভাজন কাভার্ডভ্যান গাড়ী-(ঢাকা মেট্টো ট- ২২-৫৩২৭) থামানো হয়। এ সময় গাড়ীটি তল্লাশী করে ১১০ পিচ মেহগনি কাঠের দরজার চৌকাঠসহ কাভার্ড ভ্যান গাড়ীটি জব্দ করা হয়। চৌকাঠ বোঝাই কাভার্ডভ্যানটি স্টেশন হেফাজতে রাখা হয়েছে। বন মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এসময় অফিস সহঃআশুতোশ দাশ,এফজি মেহেদিসহ স্থানীয় বনবিভাগ কর্মচারীরা সহযোগিতা করেন