কুষ্টিয়ার দৌলতপুরের প্রবীন সাংবাদিক ও দৌলতপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদ এর দৌলতপুর প্রতিনিধি এম, মামুন রেজা (৬৫) তারাগুনিয়া কায়ামারি সড়কে ব্রিজের নিকটে ভ্যান ও সি এন জির সংঘর্ষে মামুন রেজা ছিটকে পড়ে মাথায় গুরতর আঘাত প্রাপ্ত হয়ে। দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। দৌলতপুর সকল সাংবাদিকবৃন্দ তার আশু সুস্থতা কামনা করছে।