ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানা পরিদর্শন করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। গত শনিবার রাত সাড়ে ৮টায় পুলিশ সুপার গফরগাঁও থানায় পৌঁছায় পর তাকে ফুলেল শুভেচছা জানান গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন ও গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ। পরবর্তীতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম গফরগাঁও থানার ডিউটি অফিসার, সার্ভিস ডেলিভারি ডেস্ক ও নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কসহ থানা ভিতরে পরিস্কার পরিচ্ছন্নতা দেখে সন্তষ্টি প্রকাশ করেন। এছাড়াও থানায় মামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন। পরে রাত ৯টায় থানা ক্যাম্পাসে অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম ও গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার থানায় সকল অফিসার-ফোর্সের কথা শোনেন ও তাদের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি সকল অফিসার-ফোর্সকে জনসেবার মনেবৃত্তি নিয়ে কাজ করার নির্দেশ দেন। কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়াও তিনি বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন। এর আগে সন্ধ্যায় নবাগত পুলিশ সুপার পাগলা থানার পরির্দশন করতে যান। সেখানেও অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান সহ পুলিশ কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। এসময়ও তিনি পুলিশ সদস্যদের সুযোগ সুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।