ভারতে ১ বছর কারাভোগের পর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্থান্তর করা হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসারা হলেন সাতক্ষীরা জেলার আশরাফুজজামান (২৫),শফিকুল ইসলাম (৩৫),সোরাত গাজী(৩৪),মতিউর রহমান (৩৮) এবং াড়িয়া জেলার দিলিপ মন্ডল (৪২)।
পাচারের শফিকুল ইসাম জানান, সংসারে অভাব অনটনের কারণে দালালের মাধ্যমে সীমাšত পথে ভারতের মুম্বাইয়ে যাই। পরে সেখানে বিভিণœ স্থানে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের আট বছরের সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। দীর্ঘদিন পর আজ দেশে ফিরলাম।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ জানান, ভাল কাজের আশায় গত এক বছর আগে দালালের খপ্পরে পড়ে তারা ভারতে যায়। সেখানে তারা চেন্নাই শহরে কাজ করার সময় সেদেশের পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের এক বছরের সাজা প্রদান করেন। ভারতের চেন্নাই জেলে জেলে সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয়েল চিঠি চালাচালির পর আজ সন্ধ্যায় তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়। ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হ¯তাšতর করা হয়েছে।
যশোর জাস্টিস এ- কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জিানান, ফেরত আসাদের বেনাপোল থানা থেকে তাদের জিম্মায় নেয়া হয়েছে তাদের নিজ নিজ পরিবারের কাছে হ¯তাšতর করার জন্য।