দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের দার পদ্মা-সেতু উদ্বোধনের দু’মাস পর পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ - চীন মৈত্রী সেতু প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন ৪ সেপ্টেম্বর সকালে। দীর্ঘ দিনের স্বপ্ন পুড়ন হোলা কঁচা নদীর দু’পাড়ের মানুষসহ খুলনা বরিশাল বিভাগের মানুষের। এ সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সড়ক পথে যাতায়াতকারী খুলনা বরিশালের যাত্রীদের ফেরী পারের বিড়ম্বনা থেকে মুক্ত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পিরোজপুর প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে সেতুটি উদ্বোধন করেন। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। একই বছর ১৮ জুলাই সেতুর কাজ শুরু করে চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ৯৯৮ মিটার দৈর্ঘ্যরে ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুটির ১০ টি পিলার ও ৯ টি স্প্যানের ওপর দাঁড়িয়ে আছে। ৮৯৮ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন উগ্র-গতিতে বিশাল অর্জন হয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উন্নত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আর যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চাকা এগিয়ে চলেছে। শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলী টানেল, সড়ক বিভাজন, রাস্তা প্রসস্থকরন সহ নানা পদক্ষেপ চলমান। কিন্তু বিগত দু’ বছরে করোনা সংক্রমণ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ^ মন্দার ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংকট সৃষ্টি হয়েছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় শেখ হাসিনা সরকার কৃচ্ছতাসাধন করছে। চলতি অর্থ বছরে প্রকল্পের অগ্রাধিকার ভেদে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ, বৈঠক ভাতা, আপ্যায়ন, গাড়ি কেনা, ষ্টেশনারী সামগ্রী, জ¦ালানি তেল খাতে ৫০ শতাংশ কমাবার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমান এডিপিতে ১ হাজার ৩৬৩ টি প্রকল্প আছে। অর্থনীতির চলমান চাপের সময়ে সরকার সম্প্রতি এ প্রকল্প গুলোকে এ,বি ও সি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। ৬৪৬ টি প্রকল্প এ ক্যাটাগরিতে, ৬৩৬ টি প্রকল্প বি ক্যাটাগরিতে এবং ৮১ টি প্রকল্প সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ ক্যাটাগরির প্রকল্প গুলো সব চেয়ে বেশি অগ্রাধিকার পারে। আর এ ক্যাটাগরিতে রয়েছে ভবন নির্মাণ ও সড়ক বিভাজন, নদী খনন, প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি নির্মাণ। দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ভূমি অফিস নির্মাণ করা হচ্ছে। এজন্য ৭১৫ কোটি টাকা খরচ করা হচ্ছে। গত জুন মাস পর্যন্ত প্রকল্পের ৭০ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে। একই ভাবে প্রতিটি জেলা উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীনে। এতে খরচ হচ্ছে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা। যা ২০২৪ সালে শেষ হবার কথা। এ ছাড়া শেরপুর ও নাটোরে সড়ক চওড়া করা ও সড়ক বিভাজন নির্মাণ কাজ রয়েছে।
মূলত: এ ক্যাটাগরিতে থাকা অবকাঠামো নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে রাখা হয়েছে। যা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করবে। তবে অর্থনৈতিক চলমান সংকটের সময় অন্য কোথাও যদি অর্থ বাঁচানোর সুযোগ থাকে, তবে কার্যকর করতে হবে। দেশ এগিয়ে যাক, মানুষ স্বনির্ভর হোক। বেকারের হাত হোক কর্মীর হাতিয়ার।