আসন্ন যশোর জেলা পরিষদ নির্বাচনে অভয়নগর উপজেলা ৪নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিএম মনিরুজ্জামান মনি নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য মল্লিক খলিলুর রহমান, ইঞ্জি. শওকত হোসেন বেগ, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিস, আশরাফুল আলম লিপু, শেখ জাবেদ আলী, রাজয় রাব্বি, সাংবাদিক কামাল হোসেন, হান্নান শেখ, তামিম আহম্মেদ মনির প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত, নওয়াপাড়া ইনস্টিটিউটের কার্যনির্বাহী সংসদের সদস্য বিশ্বজিৎ গুহ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।