দিনাজপুরের হিলিতে ১১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বুধবার বিকেলে পানামা পোর্ট এর ভিতরে পণ্য বোঝাই একটি ট্রাক থেকে নিয়ে যাওয়ার সময় চোরাকারবারীদেরকে ধাওয়া করলে বস্তাটি ফেলে পালিয়ে যায়।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পানামা পোর্ট এর ভিতর থেকে ফেনসিডিল বের হবে এমন সংবাদ পেয়ে পোর্ট অভ্যান্তরে প্রবেশ করলে চোরাকারবারীর আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে কাস্টমসে জমা করা হয়।