চাঁদপুর শহরের গুণরাজদী নতুনবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় আফিফ নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।পিতা হারিছ। গুনরাজদি বাড়ির সামনে মসজিদের পাশে বুধবার বেলা ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফিফ শহরের স্টেডিয়াম মার্কেটের দোকানদার হারেছ মিয়ার ছেলে এবং কালীবাড়ি মোড় রস বিলাশ মালিকের ভাতিজা।
অধ্যক্ষ প্রদর্শী সূত্রে জানা যায় শিশু আতিবসহ তার আরো দু'জন শিশু সহপাঠী মিলে বাড়ির সামনে রাস্তার পাশে রাখা একটি অটো বাইক এ খেলার ছলে উঠে বসে। একপর্যায়ে গিয়ারে চাপ দিলে গাড়িটি আচমকা টান দিলে শিশুটি ছিটকে পড়ে পাশে দেয়ালের সাথে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা ১২:৩০ টার সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসক।
এই ঘটনায় শিশুটির স্বজনদের আত্মচিৎকারে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে তারা আজ সকাল থেকে মিঠা দেওয়া বাড়িতে নিয়ে যায়।