পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ধাওয়া গ্রামে বিদ্যুৎ স্পর্শে মঙ্গলবার বিকেলে পল্টু মিস্ত্রী (৫০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। সে দক্ষিণ ধাওয়া গ্রামের হরেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টু মিস্ত্রি নিজ বাড়ীর পুকুরে কচুরীপনা (টেপ পোনা) তুলে পুকুর পারে থাকা বাঁশ ঝারের বাঁশ ধরে কিনারে ওঠার সময় ১১ হাজার কেভি পল্লী বিদ্যুতের লাইনে স্পর্শ লেগে ঘটনা স্থলেই সে মারা যান।
এলাকাবাসীর অভিযোগ পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইন এর তার বাঁশ ঝাড়ের খুব কাছেই ঝুলেছিল। ভান্ডারিয়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এ দূর্ঘটনাটি ঘটেছে। এদিকে পরিবারের সদস্যরা রাতেই তাকে কবর দিয়েছে।
ভান্ডারিয়া পল্লী বিদ্যুৎ অফিসের জুনিয়র প্রকৌশলী শচীন কুমার রাহা জানান, নিচের তারে বিদ্যুৎ থাকে বাঁশ ধরে ঝুলে ওঠার সময় সে বিদ্যুৎ স্পর্স হয়ে ঘটনাস্থলেই সে মারা যান। দূর্ঘটনার পরে বুধবার বাঁশ কাটতে গেলেও কাটতে দেয়নি ভুক্তভোগি পরিবার।
ভান্ডারিয়া থানার পরিদর্শক তদন্ত মো.মেহেদি হাসান নিশ্চিত করে জানান, উভয় পক্ষের দায়িত্বে অবহেলার কারণে এ দূর্ঘটনা ঘটেছে।