চিরিরবন্দরে বাই সাইকেল চুরি করতে গিয়ে মনসুর আলী (৩৫) ও লিখন ইসলাম (২০) নামের দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে বিদ্যালয় কতৃপক্ষ। গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার সকালে স্কুল মাঠে ছাত্রের ছদ্মবেশে বিদ্যালয়ে প্রবেশ করে মনসুর আলী ও লিখন ইসলাম। পরে তারা সাইকেল নিয়ে বের হয়ে যেতে ধরলে ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী সহ শিক্ষার্থীরা তাদের আটক করে চিরিরবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলেন দিনাজপুর মিশন রোডের বাসিন্দা মৃত মোশাররফ হোসেনের পুত্র মনসুর আলী ও নীলফামারী সদর উপজেলার উত্তর চওড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমানের পুত্র লিখন ইসলাম।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি ছিনতাই ও অপরাধ দমনে সকলের সচেতনতা জরুরী। সকলের সহযোগিতা পেলে অবশ্যই চিরিরবন্দর উপজেলা অপরাধমুক্ত হবে। এইজন্য থানা পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।