বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় অবস্থিত নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ। কলেজ প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর আতিবাহিত হলেও এখনো হাসপাতাল নির্মান করা হয়নি। সেই থেকেই ডিলে ডালা ভাবে চলছে মেডিকেল কলেজের কার্যক্রম। সকাল ৯টায় কলেজ স্টাফরা আসার কথা থাকলেও আসে দুপুর ১২টার পরে। শিক্ষার্থীরা ইন্টার্নি করতে যেতে হয় ১৫ কিঃমি দূরে নোয়াখালী সদর হাসপাতালে। মঙ্গলবাল সকাল ১০.০০ টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা হোস্টেলে ফ্যান, লাইট, টেবিল, পানির ফিল্টার, ওয়াশ রুমে পানির ব্যবস্থা, বয়েজ হোস্টেলে স্থায়ী পাকা রাস্তা ক্যাম্পাসে ও ছাদে বহিরা গত (মামাদের) অনুপ্রবেশ বন্ধ, মেয়েদের হোস্টেলের সামনে থেকে অপ্রয়োজনীয় সিসি টিভি ক্যামেরা সরানো, ছাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, ক্যান্টিনে খাবারের মান উন্নয় ও হসপিটাল নির্মাণ সহ ২১ দফা দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে উপাধক্ষ্য মাহবুবুর রহমানের কাছে দাবী পেশ করে ৩ দিনের আল্টিমেটাম দেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে উপাধক্ষ্য তাদের দাবী মেনে নিয়ে সকল সমস্যার সমাধান করার আশ্বাস দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাধক্ষ্য বলেন শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোশন করেছি তবে পর্যায়ক্রমে সকল কাজ করা হবে। অন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ আসিফ আরাফাত ও সাধারাণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আশ্রাফ সাংবাদিকদের ব্রীফিং করেন।