টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর ) ঘাটাইল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন,
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া,
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু,
ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আবদুর রশীদ মিয়া,
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,
বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ শামীম আল মামুন,সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান,
ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের দাবি জানান। অন্যথায় আগামীতে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন। সম্মেলনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো খলিলুর রহমান।