পিরোজপুরের মঠবাড়িয়ায় হেলাল হোসেন গাজী (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (০৪ সেপ্টেম্বর) রাতে লাশটি উদ্ধার করা হয়। হেলাল পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সাউদখালী গ্রামের আবদুল কাদের গাজীর ছেলে ও তিনি পেশায় একজন ইলেকট্রনিক্স মেকানিক ছিলেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ওই যুবকের লাশটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাত ৯টার দিকে মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের আলম বেপারীর বাড়ির পেছনের একটি ডোবায় স্থানীয়রা ওই যুবকের অর্ধগলিত লাশটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় মেকানিকের কাজ করতেন এবং সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন। ধানিসাফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. খোকন খান জানান, ওই যুবক তার স্ত্রী সাজেদা বেগমকে নিয়ে ওই গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন। বিভিন্ন সময় স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-ঝাটি হতো। ওই যুবক গত ২৫ আগস্ট থেকে তিনি নিখোঁজ হন। মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, যুবক নিখোঁজ থাকার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো বা কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।