বরগুনা প্রেসক্লাবে বরগুনার নবাগত পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান, সহকারী পুলিশ সুপার (সিআইডি) তাপস কর্মকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ, ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)'র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হাফিজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান।
এ সময় সাংবাদিকরা বরগুনা শহরের যানযট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন