ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাদের সাথে সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ^াস।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন। সভা শেষে তিনি পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের আমন্ত্রনে গফরগাঁও পৌরসভা পরিদর্শন করে। পরে দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজ, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবসহ গণমাধ্যম কর্মীরা। এ সময় বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ^াস বলেন, এলাকায় উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। তিনি পরে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং উস্থি ইউনিয়নের বড়বাড়ি এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে। তিনি আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী লোকজনের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।