পিরোজপুরের বেকুটিয়া নদীতে নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু খুলে দেওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নাজিরপুরে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরে উপজেলা ছাত্রলীগ ও কৃষকলীগের উদ্যোগে ওই র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে বের হওয়া র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাঁচা বাজার সংলগ্ন কৃষকলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, সাবেক উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবদুল লতিফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায় শেখ মো. আল আমীন, মো. নাইম হাওলাদার প্রমুখ।