নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রোববার সকালে চোরাইকৃত ৮ শত লিটার ডিজেল ও চার শত লিটার পামঅয়েল জব্দ করেছে কোস্ট গার্ড। উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এ জ্বালানি ও ভৈজ্য তেল জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিসিজি স্টেশান হাতিয়া স্টেশান কমান্ডার বাবুল আকতার।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া স্টেশান কমান্ডার বাবুল আকতার, সিপিও এর নেতৃত্বে রোববার সকালে উপজেলার নলচিরা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ওই এলাকা হতে ৮০০ লিটার চোরাই জ্বালানি ও ৪০০ লিটার চোরাই ভৈজ্য তেল জব্দ করা হয়। অবৈধ ডিজেল ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে জব্দকৃত তেল হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান হাতিয়া স্টেশান কমান্ডার বাবুল আকতার।