'ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক বাংলদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ স্বরূপকাঠী উপজেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকায় সার্বজনীন শ্রী শ্রী কালীবাড়ি রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন।
স্বরূপকাঠি(নেছারাবাদ) উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার এর সভাপতিত্বে ও স্বরূপকাঠি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস বরণ মন্ডল, ও যুগ্ম সম্পাদক মানিক সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী সুকরঞ্জন বেপারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা গুহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি শ্রী গৌর কুমার রায়, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী তপন বল,শ্রী চন্দ্রশেখর হালদার, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠুন হালদার, নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয় প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শশাঙ্ক রঞ্জন সমদ্দার সভাপতি, ডাঃ সৌরভ সুতারকে সাধারণ সম্পাদক করে, স্বরুপকাঠী উপজেলা পূজা উদযাপন পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়। নির্বাচিতদেরকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পিরোজপুর জেলা শাখায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।