নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেঃ বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে আলমগীর হোসেন ও সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের নজির আহমেদের ছেলে আবদুর রহিম।
শুক্রবার দুপুরে সেনবাগ থানা পুলিশ উপজেলার সেবারহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬(১) ১০(ক)ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১, তাং-০২/০৯/২০২২। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।