ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মাদ মারান্দি বলেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে এখন আমেরিকাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। ইরান তার প্রতিশ্রুতি অনুযায়ী জবাব দিয়েছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে এই মন্তব্য করেছেন। মারান্দি আরও বলেছেন, আমেরিকার দৃষ্টিতে জবাব কেবল তখনি 'গঠনমূলক' হবে যখন তাদের শর্তগুলো মেনে নেওয়া হবে। কিন্তু ইরানের কাছে 'গঠনমূলক' এর অর্থ হলো ভারসাম্যপূর্ণ এবং সুরক্ষিত। আমেরিকা সঠিক সিদ্ধান্ত নিলে দ্রুতই একই সমঝোতায় পৌঁছা সম্ভব বলে মন্তব্য করেন মারান্দি। কোনো কোনো সূত্র বলছে, আমেরিকা ইরানের সর্বশেষ জবাবকে অগঠনমূলক হিসেবে বিবেচনা করছে। এরপরই মোহাম্মাদ মারান্দি এ ধরণের প্রতিক্রিয়া দেখালেন। পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের খসড়া প্রস্তাবের বিষয়ে আমেরিকার জবাব সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এ সম্পর্কে বলেছেন, আমেরিকার প্রতিক্রিয়া হাতে পাওয়ার পর ইরানের বিশেষজ্ঞ দল সেটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছে। বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা শেষে গতরাতে ইরানের জবাব ইইউ’র কাছে পাঠানো হয়েছে। পার্সটুডে