জন্মদিন আর পালন করা হলো না রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ বিন কাফির। গত বৃহস্পতিবার রাত ৮ টায় পিরোজপুরের কঁচা নদীতে বেকুটিয়া কুমিরমারা ফেরিঘাট এলাকায় পানিতে পড়ে আব্দুল্লাহ বিন কাফি (৪২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সার্কেল-২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি সাতক্ষীরা থেকে বরিশালে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
আবদুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, বৃহস্পতিবার ১সেপ্টেম্বর স্যারের জন্মদিন ছিলো। তাই বিকেলে অফিস শেষ করে সাতক্ষীরা থেকে বরিশালে শশুর বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা প্রান্তে এসে পৌঁছালে ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ হিল কাফি মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। সে সময় নদীতে প্রচুর ¯্রােত ছিলো। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পিরোজপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান আমাদের ডুবুরি দল বরিশাল থেকে পিরোজপুরে এসে গত বৃহস্পতিবার রাত থেকেই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুক্রবার বিকাল পর্যন্ত এখনো সন্ধান পাওয়া যায়নি।