পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আধুনিকায়ন করেছে। সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার গ্রাম পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকসহ নানা পদক্ষেপ নিয়েে বাস্তবায়ন করেছে। হাসপাতালের বাইরে গ্রামীন পর্যায় এসব স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি ওষুধসহ নানা ধরনের সুবিধা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষ ও মুক্তিযোদ্ধাদের ভিআইপি ক্যাবিন উদ্বোধন শেষে নির্পোট সেন্টারে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধ্যায়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এরপরে একই স্থানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী সভাপতির বক্তব্যে ডাক্তারদের উদেশ্যে বলেন, নাগরিক সেবাকে আরো গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের যথাযথ জনসেবা প্রদান করতে হবে। স্বাধীনতা পরবর্তীকালে জাতির পিতার অন্যতম একটি উদ্যোগ ছিল স্বাস্থ্য ব্যবস্থা। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার মানউন্নয়নে স্বাস্থ্য ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ। বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক একইভাবে দেশের সামগ্রিক উন্নয়নের পাশা পাশি বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব প্রদান করে চলেছেন।
এ সময় বক্তব্য রাখেন ও তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন পলাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, এ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তম্ময় বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবদুল সাত্তার, হাসপাতালের আর এম ও অনুপ কুমার বসু, ডাক্তার আবদুল বারীসহ প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী পৌর শহরের গাংড়া- মহাদেবপুর ও জয়নগর ওয়ার্ডের খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে চিনাটোলা বাজার নিমার্ণধীন ব্রীজের কাজের অগ্রগতির প্রদর্শনে যান। বিকালে প্রতিমন্ত্রী মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুপ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য গৌতম চক্রবর্তী, এ্যাড, বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ইজ্ঞিনিয়ার আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
এদিন বিকেলে মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়াজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমূখ।